Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর নেমে পড়লেন রাস্তা পরিষ্কারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ১২:০১ এএম

ভারতের উত্তরাখন্ডের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন জায়গায় রাস্তায় ধস নেমেছে। পাথর ভেঙে রাস্তার পড়ে, রাস্তার চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই পথেই বরযাত্রী সহযোগে বিয়ের জন্য বেরিয়েছিলেন বর বাবাজি। এবড়ো খেবড়ো রাস্তায় কিছুদূর যাওয়ার পর, গাড়িও আর চলতে পারছিল না। বিয়ে করতে গিয়ে পথেই আটকে গেল বরের গাড়ি। ১০ কিমি দূরে ধুরাট গ্রামে যাওয়ার কথা ছিল তাঁদের বিয়ের জন্য। কিন্তু কিছুদূর গিয়েই আর গাড়ি চলতে পারছিল না। প্রায় ১৪ জন বরযাত্রী সহ গাড়ি সেখানেই আটকে যায়। কীর্তনগর বøকের লোস্তু বদিয়ারগড়ের রিঙ্গোলি মল্লী গ্রামের বাসিন্দা দিগ্বিজয় সিংহ কান্ডারী চামোলী জেলার পোখারী গ্রামে বিয়ের জন্য বেরিয়েছিলেন। বুধবার সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েও রাস্তায় আটকা পড়ে যায় তারা। করোনার কারণে পাঁচটি ছোট গাড়িতে মোট ১৪ জন নিয়ে বিয়ের জন্য যাচ্ছিলেন। কিন্তু রাস্তার অবস্থা খারাপ থাকায় বর নিজেই গাড়ি থেকে নেমে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান। আত্মীয় স্বজনদের সাথে বরকেও রাস্তার কাজে হাত লাগাতে দেখে অবাক হয়ে যান অনেকেই। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাস্তা

২২ অক্টোবর, ২০২২
৩ অক্টোবর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২
১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ