Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ১ কিশোর হেলপারের মৃত্যু হয়েছে

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৪:৪০ পিএম

দিনাজপুরের বিরলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক কিশোর হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয়ে জানা গেছে, সে উপজেলার ৮নং ধর্ম্মপুর ইউপি’র রাণীপুর চান্দামারী গ্রামের আয়নাল হকের পুত্র ট্রাক্টর হেলপার কিশোর ফারুক হোসেন(১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাত ৮ টার দিকে উপজেলার সদর ইউপি’র মাধবাবাটী বুনিয়াদপুর সড়কের নতুন পাড়া এলাকায় এই ট্রাক্টরটি অপর একটি ট্রাক্টরকে সাইড দেয়ার সময় হেলপার ফারুক ইঞ্জিন কভারের সিটের উপর থেকে ছিটকে সামনে পড়ে যায়। এসময় ট্রাক্টরের চাকা তাঁর উপর দিয়ে গেলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সংবাদ পেয়ে বিরল থানার এসআই ফারুক হোসেন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে। এসআই ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটির ব্যপারে কারো কোন আপত্তি না থাকায় রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ