বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুরের পীরগাছায় তিস্তা নদী ভাঙ্গনের হাত থেকে ঘরবাড়ি ও আসবাবপত্র নিয়ে পাড়ি জমালেও শেষ রক্ষা হয়নি মুকুল মিয়ার। মাঝ নদীতে নৌকা ডুবে ঘরবাড়ি, আসবাবপত্র, গরু-ছাগলসহ সব তলিয়ে গেছে। এসময় পরিবার পরিজন নিয়ে সাঁতরিয়ে জীবন বাঁচাতে পারলেও সব হারিয়ে সে এখন নি:স্ব। গতকাল বুধবার উপজেলার ছাওলা ইউনিয়নের তিস্তা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
জানা গেছে, ওই ইউনিয়নের ২নং গাবুড়া গ্রামের সোহরাব মিয়ার ছেলে মুকুল মিয়া (৩৫) নদী ভাঙ্গনের কবলে পড়ে বুধবার সাড়ে ১১ টায় ঘরবাড়ি, আসবাবপত্র, গরু, ছাগলসহ ১০/১২ জন লোক নিয়ে বাঁধে আশ্রয় নিতে রওনা হন। এসময় হাগুরিয়া হাসিম গ্রামের কাছে পৌছলে নৌকাটি প্রবল স্রোতে তলিয়ে যায়। মুহুর্তের মধ্যে নৌকাটি ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদিপশু, ধান-চাউলসহ তলিয়ে যায়। এসময় নৌকায় থাকা ওই পরিবারের ১০/১২ জন সদস্য সাঁতরিয়ে পাড়ে ওঠেন। বর্তমানে পরিবারটি শিবদেব বোল্ডারের পাড় বাঁধে আশ্রয় নিয়েছে। ওইদিন বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান তাৎক্ষনিক ভাবে ওই পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও নৌকায় মাঝি মকবুল হোসেনকে ১০ হাজার টাকা প্রদান করেন। এসময় ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।