Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যানসারের চিকিৎসা না পেয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা ইয়াসিন শেখ। দীর্ঘদিন ধরে ভুগছেন মরণঘাতী ক্যানসারে। কিন্তু অভাবের সংসারে ক্যানসারের চিকিৎসা করতে পারছেন না। তার স্ত্রীর বিড়ি বাঁধার কাজের সামান্য আয়েই চলে ৬ জনের সংসার। নুন আনতে পান্তা ফুরনো সংসারে খাবার জোগানোই দায়। তার ওপর আবার স্বামী আক্রান্ত ক্যানসারে। অভাবের সংসারে তার চিকিৎসা যেন বিলাসিতা। তাই তো অর্থাভাবে চিকিৎসা আর হয়নি। এই পরিস্থিতিতে বাঁচার ইচ্ছাও হারিয়ে ফেলেছেন ইয়াসিন শেখ। ভারতের প্রেসিডেন্টের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন তিনি। রোগের থাবা ক্রমশই চওড়া হচ্ছে। তাই তো শরীরে ক্ষমতা ধীরে ধীরে কমছে। হাঁটাচলা করার মতো ক্ষমতাও যেন হারিয়ে গিয়েছে। ছোট্ট ঘরে বিছানার এক কোণকেই পৃথিবী বানিয়েছেন তিনি। সেখানে সারাদিনের অধিকাংশ সময় কেটে যায় তার। কঠিন পরিস্থিতি যেন পৃথিবীর সব রং, রূপ, গন্ধ কেড়ে নিয়েছে ইয়াসিনের। বাঁচার ইচ্ছাও চলে গিয়েছে তার। তাই জীবন শেষ করে দেয়ার ভাবনা প্রতি মুহ‚র্তে উঁকি দেয় মনের কোণে। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের আশায় ইয়াসিনের পরিজনেরা। তবে এ জীবন আর রাখতে চান না ইয়াসিন। তাই তো স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে প্রেসিডেন্টের দফতরে চিঠি পাঠিয়েছেন ক্যানসার আক্রান্ত বৃদ্ধ। জি নিউজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যানসার

১২ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ