মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় দুই দিনে সন্ত্রাসী হামলায় সেনাসদস্যসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ কিভু প্রদেশের এক গ্রামে একটি সেনা চৌকিতে অস্ত্রধারীদের হামলায় মারা যায় আটজন। নিহতদের মধ্যে ছয়জন সেনাসদস্য রয়েছেন। এছাড়া মারা গেছেন স্থানীয় দুই নারী। অন্যদিকে শনিবার ইতুরি প্রদেশের জুগুতে আরেক হামলায় মারা গেছে ১১ জন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপি। সেনাবাহিনীর আঞ্চলিক মুখপাত্র ক্যাপ্টেন দিউদোনে কাসেরেকা জানান, শুক্রবার দক্ষিণ কিভুর ওই হামলায় এক জুনিয়র অফিসার ও পাঁচ সেনাসদস্য নিহত হন। তবে সেনাবাহিনী হামলাকারীদের প্রতিরোধ করে। একই সঙ্গে অঞ্চলটির জনসাধারণের প্রতিরক্ষায় ব্যবস্থা নেয়া হয়েছে। এ হামলার জন্য সেনাবাহিনী তিনটি সশস্ত্র গোষ্ঠীকে দোষারোপ করেছে। গোষ্ঠীগুলো বানিয়ামুলেঙ্গে গোত্রের, যারা রুয়ান্ডা থেকে আগত অভিবাসীদের উত্তরস‚রি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।