Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সমুদ্রের তলদেশে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ১১:৩৬ এএম

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে একের এক ভূমিকম্পে কাঁপছে বিশ্ব। ভারতে ধারাবাহিকভাবে ভূমিকম্পের পর এবার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ উপকূলে সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামি সর্তকতা জারি করা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার (০৭ জুলাই) এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবরও পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৬। উৎপত্তিস্থল ছিলো জাভা প্রদেশের বাতাং থেকে ৯৪ কিলোমিটার উত্তরে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ৫২৮ কিলোমিটার।

তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-তত্ত্ব সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬ দশমিক ১। যা সুনামি সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট নয়।

ডারিয়োনো নামে সংস্থাটির এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় তার কম্পন বেশি অনুভূত হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ