Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে অবাধ যাতায়াত বন্ধে নতুন ইমিগ্রেশন বিল অনুমোদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ৬:৩৪ পিএম

নতুন ইমিগ্রেশন বিলের অনুমোদন দিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। এতে বেক্সিটের অন্যতম একটি উদ্দেশ্য ইইউ'র সাথে অবাধ যাতায়াত বন্ধের পথে যুক্তরাজ্য আরও এক ধাপ এগিয়ে গেল।

ক্ষমতাসীন করজারভেটিভ পার্টি এক টুইট বার্তায় জানিয়েছে, ‘আমরা অবাধ যাতায়াত বন্ধের দ্বার প্রান্তে এসেছি’। এই বিলের মাধ্যমে এটি নিশ্চিত হবে যে, যারা ব্রিটেনে আসবেন, তারা দক্ষতার ভিত্তিতে আসবেন। কোন অঞ্চল থেকে আসছে এর উপর নির্ভর করে নয়।
জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) রাতে হাউজ অব কমন্সে এই বিলের পক্ষে ভোট পড়ে ৩৪২টি আর বিপক্ষে পড়ে ২৪৮ ভোট। এখন বিলটি যুক্তরাজ্যের সংসদের উচ্চ কক্ষ হাউজ অব লর্ডসের অনুমোদনের অপেক্ষায় থাকল।

প্রসঙ্গত, হাউজ অব লর্ডসে সংখ্যাগরিষ্টতা লাভ করলে এটি আইনে পরিণত হবে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন এবং ইইউর বাইরের দেশের নাগরিকরা ব্রিটেন বসবাস এবং কাজের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ