Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একএনজিও কর্মী নিহত

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ১০:৫০ এএম

নওগাঁয় মাছের ড্রামবাহী মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এমদাদুল হক (৩৮) নামে একজন নিহত হয়েছে। বুধবার রাতে মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত এমদাদুলের বাড়ি বগুড়ার দুপচাচিয়ায়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, নওগাঁর বলিহার বাজারে অবস্থিত (টিএমএসএস) নামে একটি এনজিও শাখায় সিনিয়র সুপার ভাইজার হিসাবে কাজ করতেন এমদাদুল। বুধবার রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাসায় যাচ্ছিলেন তিনি। পথের মধ্যে নওগাঁ-রাজশাহী মহা-সড়কের হাটচকগৌরী নামক স্থানে পৌছালে নওগাঁ অভিমুখী মাছের ড্রামবাহী একটি মিনি ট্রাক মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঐ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান এমদাদুল। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় নওহাটামোড় ফাঁড়ি পুলিশ মৃতদেহ ও মোটর সাইকেলটি উদ্ধার করে ফাঁড়ি হেফাজতে আছে। এ ঘটনায় চালক ট্রাকটিকে নিয়ে পালিয়ে গেছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ