গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) রাতে হাজারীবাগ ও কদমতলী এলাকায় পৃথক এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাজারীবাগের মোবারক হোসেনের ছেলে মো. সুমন (৪২) ও কদমতলীর মহরম মিয়ার ছেলে রাকিব (১৮)। রাকিবের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হাজারীবাগ থেকে সুমনকে ঢামেকে নেয়া হলে রাতে সাড়ে ৮টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে কদমতলী থেকে রাকিবকে ঢামেকে নেয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, লাশগুলো মর্গে রাখা হয়েছে। আজ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।