Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিলি-উত্তীর্ণদের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ১২:০০ এএম

বার কাউন্সিলের পরীক্ষার প্রিলিতে উত্তীর্ণ সকলকে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশের দাবিতে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে শিক্ষানবীশ আইনজীবীরা। বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন চললেও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধায় তা পÐ হয়ে যায়। আমাদের সংবাদদাতদের তথ্যে প্রতিবেদন:
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান : সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে শিক্ষানবিশ আইনজীবীরা মানববন্ধনে দাঁড়িয়ে বক্তব্য শুরু করার পর পুলিশ এসে ব্যানার ছিনিয়ে নিয়ে তাদের মানববন্ধন পÐ করে দেয়। পরে কাউতলীতে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শাহ মো. কাউসার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আপেল মাহমুদ, মো. জালাল হোসেন মামুন প্রমুখ।

নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান: শিক্ষানবীশ আইনজীবীদের প্রতি সদয় হওয়ার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবী সমিতির সভাপতি সাজ্জাত হোসেন, শরীফা আক্তার বর্ষা, আফিয়া বিলকিছ পান্না, মো. আওয়াল মিয়া, মশিউর রহমান মানিক, চয়ন চক্রবর্তী, খায়রুল ইসলাম, ইয়ার খান, মদিনা আক্তার মৌ, কবির হোসাইন ও মোমেন উদ্দিন যুবরাজ প্রমূখ।

রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান: মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী বার বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট শফিকুল হোসেন, রাজবাড়ী শিক্ষানবীশ আইনজীবী পরিষদের আহবায়ক মো. সাফিউল রেজা তপন, সদস্য সচিব মো. ফিরোজ উদ্দিন, যুগ্ম আহবায়ক এমএম শাহরিয়ার জামান রাজিব, সদস্য মো. জিয়াউর রহমান, এনামুল হক লিটন, সোহাগুর রহমান জুয়েল, দলিল উদ্দিন প্রমুখ।

পঞ্চগড় জেলা সংবাদদদাতা জানান : পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে শহীদ মিনারের সামনে তারা ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন পঞ্চগড় বার এসোসিয়েশনের শিক্ষানবীশ আইনজীবী সমিতির আহবায়ক আবু সাদাত মো. ওয়াকিলুজ্জামান, সদস্য সচিব মফিদার রহমান মঞ্জু, লুৎফর রহমান, সোহেল রানা জীবন প্রমুখ।
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জানান: ঠাকুরগাঁও বারের শিক্ষানবীশ আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবী কমিটির প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম, সানজানা, অনিমেষ রায়, ফারুক হোসেনসহ আরো অনেকে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালিকাভুক্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ