Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

শেয়ারবাজারে তালিকাভুক্তির পর থেকেই পতনের বৃত্তে ইভেন্স টেক্সটাইল

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : তালিকাভুক্তির দিন দর সন্তোষজনক হলেও এরপর থেকে নি¤œমুখী রয়েছে পুঁজিবাজারে নতুন আসা কোম্পানি ইভেন্স টেক্সটাইলের শেয়ারের দর। গত সপ্তাহে (১৭ জুলাই) এই কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু করে। ওইদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৪ টাকা ৬০ পয়সা। কিন্তু তার পরের দিন থেকে এ শেয়ারের চাহিদা কমার সঙ্গে সঙ্গে দর পতন শুরু হয়, যা সপ্তাহজুড়ে অব্যাহত ছিল। সপ্তাহ শেষে প্রতিটি শেয়ারের দর কমেছে ৮ টাকা ৩০ পয়সা।
গত এক সপ্তাহের লেনদেন চিত্রে দেখা যায়, প্রথম কার্যদিবসে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার সর্বোচ্চ ২৫ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। যদিও শেয়ারের এ মূল্য বেশিক্ষণ স্থির ছিল না। দিন শেষে দর স্থির হয় ২৪ টাকা ৬০ পয়সায়। পরের কার্যদিবসেই দর নেমে চলে আসে ২১ টাকা ৩০ পয়সায়। পরের দিনও এই প্রবণতা অব্যাহত থাকে। দিন শেষে দর কমে প্রতিটি শেয়ার লেনদেন হয় ১৯ টাকা ২০ পয়সায়। পরের কার্যদিবসেই এ শেয়ারের দর আরো কমে ১৮ টাকার নিচে নেমে যায়। আর সপ্তাহ শেষে প্রতিটি শেয়ার কেনাবেচা হয় ১৭ টাকা ২০ পয়সায়। শেষ কার্যদিবসে এ কোম্পানির মোট ২৭ লাখ ৭৭ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন হয়। দর ওঠানামা করে ১৬ টাকা ৫০ পয়সা থেকে ১৮ টাকা ২৫ পয়সার মধ্যে। দিন শেষে দর কমে ৩ দশমিক ৯১ শতাংশ। এদিকে, প্রকাশিত প্রতিবেদন অনুসারে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। প্রথম প্রান্তিকে আইপিও পরবর্তী শেয়ার হিসেবে এই ইপিএস হয়েছে। এর আগে গত ২৩ জুন কোম্পানিটির আইপিওর লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসেবে জমা হয়। আর ১৯ জুন কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পায়।
গতকালের পুঁজিবাজার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন। গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন কমেছে ৭০ কোটি ৯৪ রাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ৭৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৩৭ কোটি ৭০ লাখ টাকা। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ৮৫ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক কমেছে ১০ পয়েন্ট।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ৭৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪০৭ কোটি ৭৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৮ কোটি ৯৩ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৪৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং ০ দশমিক ৪৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৪০টির এবং কোনো পরিবর্তন হয়নি ৫৬টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, অ্যাকমি ল্যাবরেটরিজ, এসিআই ফর্মুলা, ডিবিএইচ, মবিল যমুনা, মেঘনা পেট্রোলিয়াম, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট এবং লিন্ডে বাংলাদেশ।
অন্যদিকে, এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৭ কোটি ৯২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ২ কোটি ০১ লাখ টাকার বেশি। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ২২ পয়েন্ট কমে ৮ হাজার ৫১৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪১ দশমিক ০৯ পয়েন্ট কমে ১২ হাজার ৮৮৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১১৩টির এবং কোনো পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-হাইডেলবার্গ সিমেন্ট, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই ফর্মুলা, ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিকস, ন্যাশনাল ব্যাংক, মেঘনা লাইফ ইন্সুরেন্স এবং ইসলামী ব্যাংক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ারবাজারে তালিকাভুক্তির পর থেকেই পতনের বৃত্তে ইভেন্স টেক্সটাইল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ