Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দল লাখ ভোটারের নাম তালিকাভুক্তির উদ্যোগ

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন মুসলমানদের ক্যাম্পেইন শুরু
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের মুসলমানরা রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দশ লাখ ভোটারের নাম তালিকাভুক্ত করার অভিযান শুরু করেছেন। মুসলিম নেতারা মনে করছেন, ভার্জিনিয়া ও ফ্লোরিডার মতো ফলাফল নির্ধারণী অঙ্গরাজ্যগুলোতে মুসলমানরা ট্রাম্পকে হারিয়ে দিতে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। আগামী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশনের অন্যতম নেতা ওসামা আবু ইরশায়িদ বলেছেন, আমরা মুসলিম কমিউনিটিকে বলতে চাই, আপনারা যদি নিজেদের অধিকার স্বেচ্ছায় বর্জন করেন তাহলে অন্য কেউ তা আপনাদেরকে ফিরিয়ে দেবে না। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে মুসলমানদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৩৩ লাখ মুসলমানকে আলাদাভাবে তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন। কাজেই মুসলিম বিদ্বেষী এ নেতাকে ভোট না দিতে সব মুসলমানের প্রতি আহ্বান জানাচ্ছেন মুসলিম নেতারা। যুক্তরাষ্ট্রের মসজিদগুলোর পেশ ইমামরা এক মিলিয়ন ভোটার তালিকাভুক্ত করার অভিযানে অংশ নিতে মুসলমানদের উৎসাহিত করার চেষ্টা করছেন। অপর মুসলিম নেতা নিহাদ আওয়াদ বলেছেন, যুক্তরাষ্ট্রে মুসলিম আতঙ্ক তৈরির যে অভূতপূর্ব প্রচেষ্টা দেখা যাচ্ছে তা রুখতে তারা এ অভিযান শুরু করেছেন। এ পর্যন্ত তিন লাখ মুসলমান এই অভিযানে নিজেদের নাম তালিকাভুক্ত করেছেন। রয়টার্স,পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দল লাখ ভোটারের নাম তালিকাভুক্তির উদ্যোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ