বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর শহরের পুরাণ বাজারে সোমবার সন্ধ্যায় দু'দল মাদক ব্যবসায়ীর আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষে এক পথচারী প্রাণ হারিয়েছে। নিহত পথচারী শামীম গাজী (২৫) পুরান বাজার মধ্য শ্রীরামদী এলাকার তাজুল ইসলাম সর্দারের ছেলে। শামীম ১ সন্তানের জনক।
নিহত পথচারী শামীমের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। সে চাঁদপুর শহরের হোটেল গ্রান্ড হিলশায় রিসিপশনে চাকরি করতো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদকের স্বর্গরাজ্য পুরান বাজারে কদিন যাবত দু'দল মাদক ব্যবসায়ীর আধিপত্য বিস্তার নিয়ে পূর্বেকার বিরোধের ঘটনায় আবারো তারা সংঘর্ষে লিপ্ত হয়। সোমবার(২৯ জুন)বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। পুরান বাজার পুলিশ ফাঁড়ি ব্যর্থ হলে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৭ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সোমবার রাতে কর্মস্থল থেকে পুরান বাজার মেরকাটিস রোড দিয়ে বাড়ি ফিরছিল আবাসিক হোটেলে রিসেপশনিস্ট শামীম। হঠাৎ তার মাথায় এসে ইট পড়লে সে গুরুতর জখম হয়। চাঁদপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
নিহত শামিমের স্বজনরা জানায়,শামিম তার কর্মস্থল থেকে কাজ শেষ করে বাসায় ফিরে আসছিল। হঠাৎ তার মাথায় ইট পাটকেল পড়লে গুরুতর আহত হয়। ঢাকা মেডিক্যালে নেয়া হলে অতিরিক্ত রক্তক্ষরনে গভীর রাতে তার মৃত্যু হয়।
ওই এলাকার বাসিন্দারা জানায়, সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় দুই গ্রুপের সংঘর্ষে পুরান বাজার মেরকাটিজ রোডে দোকানপাটসহ বেশকিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।