মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সারা বিশ্বে করোনা সংক্রমণ সংখ্যা দিন দিন বাড়ছে। শনিবার করোনাভাইরাসে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে ভারতে সংক্রমণের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গিয়েছিল আগেই। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৮৫৯। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯০৬ জন যা এই সময়ের নিরিখে সর্বোচ্চ। মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯৫ জনের। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১০ জনের। শনিবার সারা বিশ্বে করোনা সংক্রমণ এক কোটি ছাড়াল। মৃত্যুও প্রায় ৫ লাখ ছুঁয়েছে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, শীঘ্রই ‘নিরাপদ দেশের’ তালিকা প্রকাশ করবে তারা। এই সব দেশের বাসিন্দাদের ইউরোপে ঢোকার অনুমতি দেয়া হবে। সম্ভবত আগামী সপ্তাহ থেকেই। এই তালিকায় আমেরিকার নাম যে থাকবে না, তা এক প্রকার নিশ্চিত। ব্রাজিল, ভারত বা রাশিয়ার নামও এই তালিকায় থাকবে না বলেই মনে করা হচ্ছে। এদিকে, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা এক থেকে দুই লাখ হয়েছিল ১৫ দিনে। দুই থেকে তিন লাখ হয়েছে ১০ দিনে। তিন থেকে চার লাখ হতে সময় লেগেছে ৮ দিন। চার থেকে পাঁচ লাখে পৌঁছতে লেগেছে মাত্র ৬ দিন। এ ভাবেই ভারতে বেড়েছে কোভিডে আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বে সংক্রমণের তালিকায় ভারত ইতিমধ্যেই চার নম্বরে উঠে এসেছে। সূত্র : ডেইলি মেইল, টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।