Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের এমপি মোছলেম উদ্দিন সপরিবারে করোনা আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। তার স্ত্রীসহ পরিবারের আরো নয় জনের নমুনায় সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে মেয়ে, মেয়ের জামাই, নাতিও রয়েছে।
তাদের কারো তেমন কোন উপসর্গ না থাকলেও ৭০ বছর বয়সী এই নেতার শারীরিক অবস্থা নিয়ে পরিবারে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। মাত্র কয়েক মাস আগে হার্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেন।
মোছলেম উদ্দিন আহমদ গতকাল বৃহস্পতিবার ইনকিলাবকে বলেন, তিনদিন আগে সামান্য জ¦র আসে। এরপর পরিবারের সবার নুমনায় পরীক্ষা করা হয়। তিনিসহ এখনও কারো কোনো উপসর্গ নেই। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, হাসপাতালে যাব, না কি বাসায় আইসোলেশনে থাকবো ঢাকায় পৌঁছে সিদ্ধান্ত নেব। তিনি সবার কাছে দোয়া চান। বুধবার রাতে বিআইটিআইডিতে পরীক্ষা শেষে করোনা শনাক্ত হওয়ার বিষয়টি তাদের জানানো হয়। এর আগে বাঁশখালী আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী পরিবারের ১১ সদস্যসহ করোনায় আক্রান্ত হন। তবে দেশের প্রথম মন্ত্রী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর করোনায় আক্রান্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ