Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূল থেকে ৩০ শিশুসহ ১০০ রোহিঙ্গা উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ৩:২৪ পিএম

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে উপকূলের কাছে নৌকা থেকে ৩০ শিশুসহ প্রায় ১০০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার স্থানীয় ৩ জেলে তাদের উদ্ধার করেন। -আল জাজিরা, জাকার্তা পোস্ট

নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় উপকূল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে মাঝ সমুদ্রে ভাসতে থাকে তাদের নৌকাটি। নৌকাটি দেখতে পেয়ে তাদের উদ্ধারে এগিয়ে আসেন জেলেরা। উদ্ধার শেষে দেখা যায় সেখানে ৩০ জন শিশুও রয়েছে।

নৌকাটি কয়েক সপ্তাহ ধরেই সমুদ্রে ভাসছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ফলে দীর্ঘদিন ধরে না খেয়ে আছে উদ্ধার হওয়া রোহিঙ্গারা। ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুলিশের ধারণা , মিয়ানমারে নির্যাতন থেকে বাঁচতে তারা নৌকায় করে পালিয়ে যায় ।

জানা যায়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষকে কয়েক সপ্তাহ ধরে সমুদ্রে আটকা থাকা এসব আশ্রয় প্রার্থীদের উদ্ধার ও সুরক্ষার আহ্বান জানিয়ে ছিল ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ