Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ দফা বাস্তবায়নে বাসদের অবরোধ

বরিশল ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনা সংক্রামনের বিস্তার রোধে বরিশালে কার্যকরী ব্যবস্থার অভাবের অভিযোগ তুলে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনের মধ্যে সমম্বয়হীনতার কথা বলেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এমনকি ক্ষমতাসীন দল স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে বলে অভিযোগ করে গোটা দক্ষিণাঞ্চলবাসীর সামনে অন্ধকার ভবিষ্যত অপেক্ষা করেছে বলেও জানিয়েছে বাসদ। বরিশাল জেলা শাখার পক্ষ থেকে এসব অভিযোগ করে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর সদর রোড অবরোধ কর্মসূচি পালন করা হয়। দলের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী এসময় বক্তব্য রাখেন। ডা. মনিষা এ অবস্থা থেকে উত্তোরণে ৮ দফা দাবি উপস্থান করেন। দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন। অন্যান্যের মধ্যে বাসদের জেলা আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন উপস্থিত ছিলেন। ডা. মনীষা বলেন, বরিশালের ৬ জেলার জন্য মাত্র একটি পিসিআর ল্যাব। ফলে রোগীদের জটের কারণে ২৩ জুন একজন রোগী নমুনা পরীক্ষার জন্য গেলে তাকে সিরিয়াল দেয়া হয় ১৫ জুলাই। শেবাচিম হাসপাতালে ১৮টি আইসিইউ বেড থাকলেও আইসিইউ বিশেষজ্ঞ চিকিৎসক নেই একজনও। জেলায় প্রায় ৩০টি বেসরকারি স্বাস্থ্যসেবা ক্লিনিক হাসপাতাল থাকলেও করোনা রোগীদের চিকিৎসার ব্যাবস্থা নেই একটিতেও।
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কিস্তি আদায়ের চাপে ঋণ গ্রহীতারা দিশেহারা। ভুতুরে বিল দেয়া হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের।
এসব সমস্যা সমাধানে বাসদ ৮ দফা উপস্থান করেছে। দাবিগুলো হচ্ছে- বরিশালে পিসিআর ল্যাব বৃদ্ধি করে প্রতিদিন ১ হাজার টেস্ট নিশ্চিত করা। করোনা রোগীদের জন্য ১০০ আইসিইউ বেড চালু। করোনা রোগীদের বিশেষ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ। লকডাউন করা হলে সংশ্লিষ্ট এলাকার বাসা-বাড়িতে খাবার পৌছে দেয়া। চিকিৎসক-সাংবাদিক-পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের ঝুঁকিভাতা প্রদান। এনজিওর কিস্তি আদায় বন্ধ ও বাড়ি-মেস ভাড়া মওকুফ। ভুতুরে বিদ্যুৎ বিল প্রত্যাহারসহ সকল বিল মওকুফ এবং শ্রমিক-কর্মচারীদের ছাটাই বন্ধসহ বকেয়া বেতন প্রদান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাসদ

২৯ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ