পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একই বিষয়ে একাধিক মামলা করা যাবে না। এ বিষয়ে সুপ্রিম কোর্ট বারের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় বারের সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল বেঞ্চ এ নির্দেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ জানান, আদালত লক্ষ্য করেছেন, কয়েকজন আইনজীবী একই বিষয়ে একই মামলা বিভিন্ন ভার্চুয়াল কোর্টে দাখিল করছেন। ফলে একটি মামলা একটি কোর্টে শুনানি হওয়ার পরও আবার অন্য বেঞ্চে শুনানির তাগিদ দেয়া হচ্ছে। আবার এটিও লক্ষ্য করা যাচ্ছে, এক মামলায় হয়তো কোনো এক বেঞ্চ নির্দেশ দিয়েছেন, হয়তো বা সেটি নিয়মিত বেঞ্চে (কোর্ট খোলার পর) উত্থাপন করার, কিন্তু সেই তথ্য গোপন করে কেউ কেউ আবার এটি অন্য বেঞ্চে এই মামলা দাখিল করেন। ফলে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। এ কারণেই আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে নির্দেশ দিয়েছেন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করার। যাতে করে এই ধরণের ঘটনা বন্ধ হয় এবং পুনরাবৃত্তি না ঘটে। বিশেষ করে একই মামলা দুই তিনবার যাতে পাঠানো না হয়। একই মামলা দুই-তিন কোর্টে যেন দাখিল করা না হয় এবং একটি কোর্টে আদেশ হয়ে গেলে সেটিকে গোপন করে আবার আরেকটি কোর্টে যাতে পাঠানো না হয় বা উত্থাপন করা না হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।