পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আজ ১ জানুয়ারি বুধবার পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও সুপ্রিমকোর্টের অবকাশ শেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হচ্ছে।
তবে ছুটি ও অবকাশকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য আপিল বিভাগে চেম্বার জজ হিসেবে বিচারপতি মো. নুরুজ্জামান বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। গত ২৪ ও ৩০ ডিসেম্বর বেলা ১১ টা থেকে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়া ছুটি ও অবকাশকালীন জরুরি মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে অবকাশকালীন ৮টি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে এ ৮টি বেঞ্চ গঠন করে দেয়া হয়। এসব বেঞ্চে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদীর শুনানি ও নিষ্পত্তি হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।