গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে ও আজ সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত এক জনের নাম আল আমিন (১৬)। বাকি দুজনের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ২০ ও ৪০ বছর।
আজ বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে বিশ্বরোড সংলগ্ন রেললাইন এলাকা আল আমিনের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি কুড়িগ্রামে। সে দিনমজুরের কাজ করতো।
এর আগে একই জায়গায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরেকটি ট্রেনের ধাক্কার আরো দুই জনের মৃত্যু হয়েছে। নিহত ওই দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।