Inqilab Logo

মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ৯ যিলক্বদ ১৪৪৪ হিজরী

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৯ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কিছুটা যানজট থাকায় ওই ব্যাক্তি গাড়ি থেকে নেমে ট্রেন লাইন দিয়ে হাটাহাটি করছিলো। এসময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যাক্তিকে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ভোর সাড়ে ৫টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। নাম পরিচয় না পাওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে মরদেহ নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনে কাটা পড়ে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ