Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্রীমঙ্গলে ট্রেনের নীচে কাটা পড়ে মায়ের মৃত্যু, শিশু সন্তানের পা বিচ্ছিন্ন

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৬:০৮ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেওয়য়ে ষ্টেশনে পারাপারের সময় ট্রেনের নীচে কাটা পরে উজালা রানী দাশ নামের এক নারীর মৃত্যৃ হয়েছে। এ সময় তার ৩ বছরের শিশুর বাম পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটে ৯ জুন মঙ্গলবার দূপুরে।
শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি মোঃ আলমগীর হেসেন জানান, অসাবধানতাবশত ও তরিগরি করে উজালা রানী দাশ কোলে করে তার ৩ বছরের শিশু সন্তানকে নিয়ে ট্রেন লাইন পারাপারের সময় রেল লাইনের ভেতর পরে যান। এ সময় সিলেট থেকে চট্রগ্রাম গ্রামী আন্তঃ নগর পাহারিকা একক্সপ্রেস ট্রেন আসলে এর নীচে পরে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। দ্বিখন্ডিত হয়ে যায় ৩ বছরের শিশুর বাম পা। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়। তার বাড়ি মৌলভীবাজার জেলার রজনগর উপজেলার বড়গাও এলাকায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনে কাটা পড়ে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ