পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবদুল জলিল নামের এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দরের অদূরে আবদুল জলিলকে বিনা কারণে হত্যা করে বিএসএফ।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ভারত নানা অযুহাতে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বাংলাদেশের নাগরিককে একের পর এক হত্যা করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের দুর্বল পররাষ্ট্র নীতির ফলে ভারত বার বার বাংলাদেশিদের হত্যা করার সাহস পাচ্ছে। এর আগেও অসংখ্য বাংলাদেশি নাগরিককে হত্যা করে ভারতের বিএসএফ। তিনি অবিলম্বে সীমান্তে হত্যাযজ্ঞ বন্ধে বাংলাদেশ সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।