Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে সাতদিন বাড়ল লকডাউনের সময়সীমা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ২:৩৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে (বাজার এলাকায়) চলমান লকডাউনের সময়সীমা সাত দিন বৃদ্ধি করা হয়েছে। ১৬ জুন শুরু হওয়া ১০ দিনের লকডাউন ২৫ জুন শেষ হওয়ার কথা থাকলেও মহামারি ঠেকাতে তা বাড়িয়ে ২ জুলাই পর্যন্ত করা হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউনের সময় সীম বৃদ্ধির কথা জানানো হয়। এই সময়ে জনজীবন রক্ষায় লকডাউন বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

মির্জাপুরে করোনা ভাইরাসের সংক্রম বৃদ্ধি পাওয়ায় গত ১৬ জুন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড (বাজার এলাকা) ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ১০ দিনের লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করে উপজেলা প্রশাসন।

এই সময়ে লকডাউন কার্যকর করতে মাইকিং করে জনগণকে সচেতন করার পাশাপাশি কঠোর অবস্থান গ্রহণ করে প্রশাসন । শহরে ঢোকার সব রাস্তায় পাহারার ব্যবস্থা করা হয়। ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, জরুরি পরিসেবা নিতে আসা ও নিত্যপণ্য বহনের যানবাহন ছাড়া শহরে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও আদায় করা হচ্ছে। এ সময় গোপনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক ব্যবহার না করা, ওষুধের দোকানে নিন্মমানের মাস্ক বিক্রি করা এবং মোটরসাইকেল চালকের লাইন্সেস না থাকা বিনা প্রয়োজনে ঘরের বাহির হওয়াসহ নানা অপরাধে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেন তারা।

তবে এ সময়ে জরুরি পরিসেবা গ্রহণে আসা ও নিত্যপণ্য বহনের যানবাহন মির্জাপুর বাইপাসের বংশাই রোড দিয়ে শহরে প্রবেশের ব্যবস্থা রাখা হয়।
বুধবার পর্যন্ত মির্জাপুর উপজেলায় এ পর্যন্ত ১২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এক নারীসহ ৪জনের মৃত্যু হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক লকডাউনের সময় সীমা বৃদ্ধির কথা করা জানিয়ে লকডাউন বাস্তবায়নের তিনি জণগণের সহযোগিতা কামনা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ