Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে কিশোরী ধর্ষণ, কিশোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১০:৫৫ এএম

রাজধানীর ডেমরায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ডেমরার বড়ভাঙ্গা তোফাজ্জল হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কিশোর ডেমরার বড়ভাঙ্গা তোফাজ্জল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তার বাড়ি ভোলার দুলারহাট থানার নূরাবাদ গ্রামে।

ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান সাজ্জাদ জানান, প্রতিবেশী হওয়ায় মেয়েটি প্রায়ই বড়ভাঙ্গা তোফাজ্জল হোসেনের বাড়িতে আসা-যাওয়া করত। সোমবার দুপুর দেড়টার দিকে মেয়েটি ওই বাড়িতে গেলে রবিউল ওই কিশোরীকে একা পেয়ে কৌশলে তার রুমে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ডেমরা থানায় একটি মামলা করেন মেয়েটির মামা। পরে কিশোরকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ