মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানাচ্ছেন তা সম্পূর্ণভাবে মিথ্যা। পাশাপাশি ড. রুহানি এও বলেছেন যে, কোনো ধরনের চাপ এবং মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না।
গতকাল (মঙ্গলবার) ইরানের বিভিন্ন প্রদেশের গভর্নরের সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, "আমেরিকা বলে থাকে যে, আমরা আলোচনার জন্য প্রস্তুত। প্রকৃতপক্ষে তারা আশ্চর্যজনক কিছু বলছে। আলোচনার জন্য প্রস্তুত কথাটির অর্থ কি? আলোচনার টেবিল কে ত্যাগ করেছে? আলোচনা ভেঙে দিয়েছে কে? আলোচনার কক্ষে আগুন লাগিয়েছে কে? এসবই করেছে আমেরিকা।”
হাসান রুহানি জোর দিয়ে বলেন, ইরান যৌক্তিকভাবে, নৈতিকতার সঙ্গে এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে কিন্তু আমেরিকা সমস্ত নিয়ম-কানুন ও নীতি-নৈতিকতা ভঙ্গ করেছে এবং প্রতিদিন তারা মিথ্যা কথা বলছে।
প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, “ইরানের জনগণ আমেরিকার এইসব মিথ্যাকে মোকাবেলা করেছেন, আমাদের জনগণ মহান কাজ করছেন এবং তারা একটি বর্বর পরাশক্তির বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। সারা বিশ্বের কাছে এখন এটি পরিষ্কার যে আমরা কখনো মার্কিন চাপ এবং নিষেধাজ্ঞা মুখে।”
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।