Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ৯:৫২ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় রেলওয়ের এক কর্মচারীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের সিরাজ ভূঁইয়া রাস্তা মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাহাড়তলী রেলওয়ের ডিজেলশপের (সি-২ গ্রেড) কর্মচারী রাকিব উল্লাহ খান সোহেল ও বরকত উল্লাহ খান।

পাহাড়তলী রেলওয়ের কর্মব্যবস্থাপক (ডব্লিউএম ডিজেল) রাজীব কুমার দেবনাথ জানান রাকিব উল্লাহ খান পাহাড়তলীর রেলওয়ের বাসায় থাকতেন। তিনি মোটরসাইকেল করে সীতাকুণ্ড থেকে চট্টগ্রামে আসার পথে দুর্ঘটনার শিকার হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

সীতাকুণ্ড কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি লরি ও আরেকটি গাড়ির মধ্যে ঢুকে যায়।
এতে ঘটনাস্থলে বরকত উল্লাহ নিহত হন। রাকিব উল্লাহ খানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো । সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ