মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় সীমান্তে চোখ রাঙাচ্ছে নেপালী সেনারা। যা দুশ্চিন্তায় পেলেছে ভারতকে। লাদাখের গারওয়াল উপত্যকায় চিন-ভারত দ্বৈরথের মতই মানচিত্র বিতর্কে অশান্তি চলছে ভারত-নেপাল সীমান্তে। গত শুক্রবারই ভারতীয় কৃষকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠে নেপাল পুলিশের বিরুদ্ধে। এবার ভারতের ওপর চাপ বাড়াতে ইতিহাসে প্রথমবার ভারত সীমান্তে হেলিপ্যাড এবং সেনাবাহিনীর তাঁবু বিছিয়ে ফেলেছে নেপাল।
বৃহস্পতিবারই অবশেষে বড় ধাক্কাটা দিয়েছিল নেপাল। নতুন মানচিত্রের বিল নেপালের সংসদের পাস হয়ে যাওয়ার পর গতকাল তা ছাড়পত্র পেয়ে গেছে। নতুন মানচিত্রে উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকা নেপালের বলে দাবি করা হয়েছে। যা নিয়ে ভারত ও নেপালের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
ভারতের তরফে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল, নেপালও তা গ্রহণ করেছে। কিন্তু নতুন মানচিত্রের নকশা থেকে তারা কোনভাবেই পিছিয়ে আসবে না বলে জানিয়ে দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। এই অবস্থায় সীমান্তে হেলিপ্যাড তৈরির পাশাপাশি সেনা তাবু বানিয়ে নেপাল যে ভারতকেই বার্তা দিতে চাইছে তা স্পষ্ট। সূত্র : পুবের কলম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।