বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ জুন) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউনিয়নের খান সোনতলা গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে মা ও স্ত্রী বীর মুক্তিযোদ্ধা দীপ্তি লোহানীর কবরের তাকে দাফন করা হয়।
এর আগে গতকাল রাত সোয়া ৮টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কামাল লোহানীর গ্রামের বাড়ি সোনতলায় তার লাশবাহী গাড়ি পৌঁছায়। পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে রাত ৯.৫০ মিনিটে তাকে দাফন করা হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামসহ মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব ও উপজেলা প্রশাসন তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। এছাড়া উদীচীসহ জেলা পর্যায়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শেষ শ্রদ্ধা জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।