Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জন্মস্থানেই কামাল লোহানীর দাফন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ৯:৫৩ এএম

স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ জুন) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউনিয়নের খান সোনতলা গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে মা ও স্ত্রী বীর মুক্তিযোদ্ধা দীপ্তি লোহানীর কবরের তাকে দাফন করা হয়।

এর আগে গতকাল রাত সোয়া ৮টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কামাল লোহানীর গ্রামের বাড়ি সোনতলায় তার লাশবাহী গাড়ি পৌঁছায়। পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে রাত ৯.৫০ মিনিটে তাকে দাফন করা হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামসহ মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব ও উপজেলা প্রশাসন তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। এছাড়া উদীচীসহ জেলা পর্যায়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শেষ শ্রদ্ধা জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন সম্পন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ