Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা তুলে ধরা হচ্ছে না : বিবিসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১২:০৩ এএম

করোনায় এ পর্যন্ত বিশ্বে মারা গেছেন সাড়ে চার লাখের বেশি মানুষ। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সরকারি হিসেব ছাড়াও আরও অন্তত এক লাখ ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিবিসির গবেষণায় দাবি করা হয়, মৃতের সংখ্যা সঠিকভাবে দেখাচ্ছে না বিভিন্ন দেশ। যা দেখানো হচ্ছে তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্বের ২৭টি দেশের তথ্যের ভিত্তিতে এই গবেষণা চালায় বিবিসি। গবেষণা দলের পক্ষ থেকে বলা হয়, ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বহু জায়গায় ঠিকঠাক হিসাব রাখা হচ্ছে না। মৃতের সংখ্যা যেটা দেখানো হচ্ছে আসলে তার থেকে অনেকটাই বেশি। রিপোর্টে আরো বলা হয়েছে, ভবিষ্যতে এই ভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা আরো বাড়বে এবং তখনও বিশ্বের বহু জায়গায় আসল সংখ্যা দেখানো হবে না। কারণ বহু জায়গাতেই মৃত্যুর সঠিক হিসাব রাখা হবে না। মহামারির সময় মৃত্যু বেশি হওয়ায় এমনটা হয়ে থাকে বলেও জানিয়েছে ওই রিপোর্ট। বিবিসির ওই রিপোর্টে আরো বলা হয়েছে যে কোনো দেশে কতজন লোকের করোনা পরীক্ষা করা হয়েছে এবং হাসপাতালের বাইরে কতজনের মৃত্যু হয়েছে, সেই তালিকার ওপর সঠিক তথ্য নির্ভর করে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিবিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ