মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আরব লীগের কাছে ১০ কোটি ডলার ঋণ চেয়েছে ফিলিস্তিন। গত বুধবার আনুষ্ঠানিকভাবে এ আবেদন জানায় তারা। মিসরে নিযুক্ত ফিলিস্তিনি দূত দিয়াব আল-লুহ সরাসরি আরব লীগের কাছে আবেদনপত্র হস্তান্তর করেন। তিনি একইসঙ্গে আরব লীগে ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধির দায়িত্বও পালন করছেন। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। ফিলিস্তিনে দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক দুরবস্থা চলছে। এর প্রেক্ষিতে আল-লুহ বলেন, আমরা আরব লীগের অর্থ পরিষদে আবেদন জানিয়েছি যাতে তারা যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে সাহায্য করে। তার দাবি, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে আরব রাষ্ট্রগুলোর উচিত ফিলিস্তিনকে সাহায্য করা। তাই যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে অর্থ সাহায্য দেয়া শুরু করা উচিত আরব দেশগুলোর। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।