মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউজিল্যান্ড পুলিশের একজন কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি গাড়ি থামানোর জেরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেন। পুলিশ বলছে, নিয়মানুসারে পুলিশের ওই কর্মকর্তা গাড়িটি থামান। তখন ওই গাড়িতে দু’জন ছিলেন। তাদের একজন বন্দুক বের করে পুলিশের ওপর গুলি চালান। তারপর গাড়িটি বেপরোয়াভাবে সেখান থেকে চলে যায়। পুলিশের দাবি, চলে যাওয়ার সময় সাধারণ এক ব্যক্তিকে গাড়িটি ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পুলিশ কমিশনার অ্যান্ড্রু কোস্টার বলেছেন, পুলিশ কর্মকর্তার কাছে বন্দুক ছিল না। নিউজিল্যান্ডের পুলিশ সবসময় সঙ্গে করে অস্ত্র নিয়ে ঘোরে না। তিনি আরো বলেছেন, এটা দুঃখজনক ঘটনা। অপরদিকে, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে রিখটার স্কেলে ৭ মাত্রার চেয়ে বেশি তীব্রতা নিয়ে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডে। দ্য ন্যাশনাল, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।