মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নোবেলজয়ী মালালা ইউসুফজাই এবার অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি অর্জন করায় কেক কাটলেন। শুক্রবার ফেসবুক ও টুইটারে স্নাতক ডিগ্রি অর্জনের খবর নিজেই দেন মালালা। গ্র্যাজুয়েট হওয়ার আনন্দে তিনি কেক কাটার ছবি পোস্ট করে লিখেছেন, দর্শন, রাজনীতি এবং অর্থনীতির উপর ডিগ্রি শেষ করলাম।-দ্য গার্ডিয়ান, বিবিসি
লন্ডনে বসবাসকারী এই পাকিস্তানী তরুণী মালালা বলেন, এই আনন্দ প্রকাশ করা কঠিন। সামনে কী আছে জানি না। এই মুহূর্তে নেটফ্লিক্স, পড়া এবং ঘুম নিয়েই আছি। বিবিসিকে মালালা ইন্টারভিউতে বলেন, ২০১২ সালের ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা স্কুলে যাওয়ার ‘অপরাধে’ ১৩ বছর বয়সে আমার ওপর হামলা গুলি চালিয়েছিল আমার দেশ পাকিস্তানে। আজ আমি শিক্ষার বড়ো ধাপ অতিক্রমই করিনি। নারীমুক্তির পথেও লড়ছি।
নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মালালা ইউসুফজাই নোবেল শান্তি পুরস্কার জয় করেন।পৃথিবীর ইতিহাসে এত কম বয়সে নোবেল জয়ের ঘটনা এটাই প্রথম । বর্তমানে তিনি বৃটেনে বসবাস করছেন। দরিদ্র নারীশিশুদের শিক্ষা অধিকার নিয়েও কাজ করছেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।