Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যশোরে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ৬:৩০ পিএম

যশোরে ছাত্রদল নেতা ইব্রাহিম খলিলকে তুলে নেওয়ার ঘটনায় প্রেসক্লাবে সদর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ছাত্রনেতা আবুল কালাম আজাদ স্বাক্ষরিত লিখিত বক্তব্যের কপি সাংবাদিকদের দিয়ে সবেমাত্র পাঠের উদ্যোগ নেওয়া হয়েছিল, ওই সময় নিষেধাজ্ঞার মুখে তড়িঘড়ি শেষ করা হয়। কপিতে উল্লেখ করা হয়, গত ১৩জুন লাউজানি থেকে দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুই যুবককে সাদা পোশাকের লোকজন একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। গত ৬দিনেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

বিএনপির খুলনা বিভাগীয় সাঙগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দৈনিক ইনকিলাবকে জানান, ঘটনার পর থেকেই আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। কিন্তু এর কোন সুরাহা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ