মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনের পশ্চিম তীরকে সংযুক্ত করার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। এর মধ্যে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এখনই আরব ভূখন্ড দখলের এই ষড়যন্ত্র বন্ধ করা জরুরি। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে অনলাইন সংলাপের পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র সম্পর্ক ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল একথা বলেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন শুধু ইসরাইলের ভ‚মি দখলের পর দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পরিণতি নিয়ে উদ্বিগ্ন নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার ব্যাপারে নিয়েও অবগত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেন, ২৭ জাতির এ জোট ইসরাইল এবং ফিলিস্তিন দুপক্ষকেই বিশ্বাসযোগ্য ও অর্থপ‚র্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেয়ার আহŸান জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডিল অব দ্যা সেঞ্চুরি নামে যে কথিত শান্তি চুক্তি তুলে ধরেছেন তা আন্তর্জাতিকভাবে ততটা গ্রহণযোগ্য ও সম্মানজনক চুক্তি নয় বলেও মন্তব্য করেন জোসেফ বোরেল। গত শতাব্দীতে ইসরাইল-ফিলিস্তিন সংকট শুরুর সময় থেকেই ফিলিস্তিনি ভ‚মি দখলের তীব্র বিরোধিতা করে আসছে ইউরোপ। সেই ধারা অব্যাহত রেখে আবারো ইসরাইলের নিন্দা জানালো ইউরোপীয় দেশগুলো। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।