মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সমকামী, উভকামী, রূপান্তরকামীদের (এলজিবিটি) অধিকার সুরক্ষায় ঐতিহাসিক রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। রায়ের ফলে এই স¤প্রদায়ের মানুষেরা এখন কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হলে কিংবা তাদের এ পরিচয়ের কারণে চাকরিচ্যুত হলে নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। রায়ের মাধ্যমে সমকামীদের বিরুদ্ধে কর্মক্ষেত্রে বৈষম্য নিষিদ্ধ করলো আদালত। সুপ্রিম কোর্টের এই রায় দেশটির সমকামী স¤প্রদায়ের অধিকার রক্ষার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে। কেননা দেশটিতে এমন বৈষম্য যুগের পর যুগ ধরে চলে আসলেও ২৮টি রাজ্যে তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। আদালতের রায়ের পর দেশটির সমকামী অধিকার গোষ্ঠী ‘জিএলএএডি’ এর প্রেসিডেন্ট বলেছেন, এলজিবিটি আমেরিকানদের এখন আর তাদের এই পরিচয়ের কারণে চাকরি হারানোর ভয় নেই। তারা নির্ভয়ে কাজ করতে পারবেন। সমকামী পরিচয়ের কারণে চাকরিচ্যুত হওয়া সংক্রান্ত দুটি মামলা এবং হিজড়া অধিকারের আরেকটি মামলায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এ রায় দিলেন। সমকামী অধিকারের দুটি মামলার একটি জর্জিয়া এবং অপরটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের। আর হিজড়া অধিকার মামলাটি করা হয়েছে মিশিগান থেকে। আদালতের রায়ে বলা হয়েছে, কেউ সমকামী এবং হিজড়া হওয়ার কারণে নিয়োগকর্তা তাকে চাকরিচ্যুত করলে তা নাগরিক অধিকার আইনের লঙ্ঘন বলে গণ্য হবে। আর যদি এমন ঘটনা ঘটে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি নিয়োগকর্তা কিংবা তার চাকরিদাতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের দারস্থ হতে পারবেন। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।