Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সমকামীদের কাছে খ্রিস্টানদের ক্ষমা চাওয়া উচিত : পোপ

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সমকামীদের প্রতি গির্জার অন্যায় আচরণের জন্য খ্রিস্টানদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গত রোববার আর্মেনিয়া থেকে ভ্যাটিকান সিটিতে ফেরার পথে বিমানে এক সংবাদ সম্মেলনে তিনি বিতর্কিত এ মন্তব্য করেন। ফ্রান্সিস বলেন, আমি বিশ্বাস করি, শুধু সমকামীদের কাছে গির্জার তথা খ্রিস্টানদের ক্ষমা চাওয়া উচিত তাই নয়, বরং দরিদ্র, শোষিত নারী এবং শোষিত শিশুদের কাছেও তাদের ক্ষমা প্রার্থনা করা উচিত। গত শুক্রবার তিন দিনের সফরে আর্মেনিয়ায় পৌঁছান পোপ। সফর শুরুর প্রথম দিনেই ১৯৯৫ সালে আর্মেনীয়দের ওপর তুর্কি অটোমান সেনাদের চালানো হত্যাকা-ের নিন্দা জানান। এ ঘটনাকে আবারও গত শতকের প্রথম গণহত্যা হিসেবে উল্লেখ করেন তিনি। বিভেদ ভুলে, সমন্বয় আর আদান প্রদানের মধ্য দিয়ে পরস্পরের কাছাকাছি আসতে দুই বৈরী প্রতিবেশী আর্মেনিয়া ও তুরস্কের প্রতি আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস। ককেশাস অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আর্মেনীয় রাজধানী ইয়েরেভানে এক সর্বজনীন প্রার্থনায় অংশ নিয়ে এসব কথা বলেন পোপ। পোপ ফ্রান্সিস বলেন, ‘প্রার্থনা করছি, ঈশ্বর আপনাদের সুন্দর একটি ভবিষ্যৎ দান করবেন এবং আর্মেনিয়া ও তুরস্ক যেন আবার পুনর্মিলনের দিকে এগিয়ে যেতে পারে সে পথ দেখিয়ে দেবেন। নাগোর্নো-কারাবাখে যেন শান্তি প্রতিষ্ঠা হয় সে প্রার্থনাও করছি। আল-জাজিরা, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমকামীদের কাছে খ্রিস্টানদের ক্ষমা চাওয়া উচিত : পোপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ