মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাংবাদিক দোষী
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্টের কট্টর সমালোচক ও সংবাদমাধ্যম র্যাপলারের সাংবাদিক মারিয়া রেসাকে ‘সাইবার লাইবেল’ এর দায়ে দোষী সাব্যস্ত করেছেন ম্যানিলার আদালত। এই রায় প্রশ্নবিদ্ধ করেছে দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে। অভিযোগ অস্বীকার করে মারিয়ার দাবি, তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মারিয়ার নিজের নিউজ সাইট র্যাপলারের আরেক সাবেক সাংবাদিককেও দোষী সাব্যস্ত করা হয়েছে। দুজনেরই ছয় বছরের জেলা
হতে পারে। বিবিসি।
প্রতিযোগীর কারাদন্ড
ইনকিলাব ডেস্ক : ব্রিটেনে উগ্র ডানপন্থি সংগঠনের সঙ্গে জড়িত থাকার দায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড পেয়েছে ৪ তরুণ-তরুণী। এর মধ্যে রয়েছেন এলিস কার্টার নামের এক ২৪ বছর বয়সী তরুণী, যিনি মিস হিটলার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তারা সকলে নিষিদ্ধ ডানপন্থি সংগঠন ন্যাশনাল একশন-এর সদস্য। এলিস কার্টার একটি রেস্টুরেন্টে কাজ করতেন। মঙ্গলবার বার্মিংহামের ক্রাউন কোর্ট তাদের বিরুদ্ধে কারাদন্ডের রায় দেয়। বাকি দুজনকে ৪ বছর ও দেড়
বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। গার্ডিয়ান।
৩ কেজি সোনা
ইনকিলাব ডেস্ক : অনেকেই হয়তো ভুলেই ট্রেনে মোবাইল ফোন, ওয়ালেট অথবা হেডফোন ফেলে রেখে চলে যান। কিন্তু তাই বলে ব্যাগভর্তি স্বর্ণ রেখে আপনি কখনও ঘুরে বেড়ানোর কথা ভাবতে পারেন? কিংবা সেই ব্যাগ ট্রেনে ভুলে রেখে চলে যাওয়ার কথা কল্পনা করতে পারেন? হ্যাঁ, এমন এক ঘটনা ঘটেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ডে। দেশটির এক নাগরিক একটি ট্রেনে ৩ কেজি স্বর্ণ ভর্তি একটি ব্যাগ রেখে চলে গেছেন। এখন কর্তৃপক্ষ ব্যাগ ফেরত দেয়ার জন্য মালিককে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে।
তিন টেস্টে একজন
ইনকিলাব ডেস্ক : চলতি সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে কোভিড-১৯ শনাক্তের জন্য যারা নমুনা পরীক্ষা করিয়েছেন, তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের ফলাফল পজেটিভ এসেছে। সরকারী তথ্যের ভিত্তিতে এই খবর প্রকাশ হয়েছে। দিল্লিতে স্বাস্থ্য পরীক্ষার ফল পজেটিভ আসার হার ৩০.৫%। পুরো ভারতে এই হার ৭%। গত কয়েক সপ্তাহে দিল্লিতে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত ৪০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। প্রকৃত সংখ্যা এর চেয়েও কয়েকগুণ বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।