Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুকে নিয়ে তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৯:০৯ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিতব্য তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র ‘মধুমতী পারের মানুষটিঃ শেখ মুজিবুর রহমান’-এর প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। ব্যাপক গষেণা ও দেশ-বিদেশের ঐতিহাসিক ফুটেজসমূহ সংগ্রহের মাধ্যমে ছবিটির রাফকাটটি নির্মাণ করা হয়েছে। প্রামাণ্যচিত্রটিতে বঙ্গবন্ধুর বাল্য ও কৈশোর, যৌবনে কলকাতায় লেখাপড়া ও রাজনীতি, পাকিস্তান সৃষ্টি, ১৯৫২-র ভাষা আন্দোলন, ৫৪-র যুক্তফ্রন্ট, সুদীর্ঘ জেল জীবন, আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা, বঙ্গবন্ধুর পারিবারিক জীবন, ৬৪-র দাঙ্গাবিরোধী প্রচেষ্টা, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, ১৯৬৯-র গণআন্দোলন, ১৯৭০-য়ের নির্বাচন, ৭ই মার্চের ভাষণ, পাকিস্তানে বন্দী জীবন, ১০ই জানুয়ারী বীরের মতো স্বদেশে প্রত্যাবর্তন, বঙ্গবন্ধুর ১৯৭২-৭৫-এর শাসনকাল, ‘বাকশাল’ গঠন ও ১৯৭৫-এর ১৫ আগস্টের নির্মম হত্যাকা-সহ বঙ্গবন্ধুর জীবনের সবগুলো পর্বই বিশদভাবে তুলে ধরা হয়েছে। এর দৈর্ঘ্য দুই ঘন্টা। এ সপ্তাহে কোনো তথ্য মন্ত্রণালয় ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এটি দেখবেন বলে আশা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ