মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লেবাননের চলমান সহিংসতাকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব। শনিবার রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে।
হাসান দিয়াব বলেন, যেদিন থেকে লেবাননের বর্তমান সরকার গঠিত হয়েছে সেদিন থেকেই এ সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার জন্য একটি বিশেষ মহল অপতৎপরতা শুরু করেছে। তিনি বলেন: লেবানন সরকারের অনেকগুলো বড় অর্জন রয়েছে; কিন্তু দুঃখজনভাবে কিছু মানুষ যারা এদেশের সমস্যাগুলোর জন্য দায়ী এবং দেশকে ধ্বংস করে দৃশ্যপট থেকে বিদায় নিয়েছেন তারাই সরকারের বদনাম করার জন্য সহিংসতা উসকে দিচ্ছেন।
মার্কিন ডলারের বিপরীতে লেবাননের মুদ্রা লিরার দরপতন এবং বেকার সমস্যার প্রতিবাদে রাজধানী বৈরুত ও উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে গত দু’দিন ধরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে লেবাননের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৪২ জন আহত হয়েছে। এ ছাড়া, বিক্ষোভারীরা হামলা চালিয়ে সরকারি-বেসরকারি বহু স্থাপনা ধ্বংস করেছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।