Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে স্কুলের বইয়ে বর্ণবাদী শিক্ষা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ১২:০১ এএম

ধীরে ধীরে বর্ণবাদবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। এর মধ্যেই বর্ণবাদ বিতর্কে জড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যটির একটি সরকারি স্কুলের পাঠ্যবইয়ে বর্ণবাদী শিক্ষার ছাপ রয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলে সরকার নির্ধারিত বই বাদ দিয়ে বাইরের পাঠ্যবই পড়ানো হচ্ছিল। বইটির একটি জায়গায় ইংরেজি ‘ইউ’ অক্ষরের ব্যবহার বোঝাতে ‘আগলি’ (কুৎসিত) শব্দটি ব্যবহার করা হয়। আর এর সঙ্গেই জুড়ে দেয়া হয়েছে এক কৃষ্ণাঙ্গের ছবি। বিষয়টি চোখে পড়তেই এক শিক্ষার্থীর অভিভাবক শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ করেন। এরপরেই ব্যবস্থা নেয় রাজ্যের শিক্ষা অধিদপ্তর। বইটি বাতিল ঘোষণার পাশাপাশি বরখাস্ত করা হয়েছে ওই স্কুলের দুই শিক্ষিকাকে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বইটি সরকারি ছাপাখানায় ছাপা হয়নি, সরকার অনুমোদিতও নয়। এনডিটিভি, এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ