মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অর্থনৈতিক সংকট চরমে পৌঁছানোয় লেবাননের হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন। মার্কিন ডলারের বিপরীতে লেবানিজ পাউন্ডের মান ব্যাপকভাবে কমে যাওয়া এবং করোনাভাইরাসের কারণে উদ্ঊত অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারি ব্যর্থতার প্রতিবাদ জানাচ্ছেন তারা। খবর বিবিসি। এদিকে, রাজধানী বৈরুত এবং উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় পাথর নিক্ষেপ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটেছে। এর আগে, ২০১৯ সালের অক্টোবর মাস থেকে লেবাননে অর্থনৈতিক সংকট, বেকারত্ব সরকারি অব্যবস্থাপনাকে কেন্দ্র করে তরুণদের ‘হোয়াটসঅ্যাপ আন্দোলন’ জোরদার হয়েছিল। অন্যদিকে, লেবানিজ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মুদ্রার মান নেমে যাওয়া ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক অবিলম্বে বাজারে কিছু পরিমাণ মার্কিন ডলার নামাবে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।