Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজীগঞ্জে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ১২:১১ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় লেয়াকত আলী মজুমদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টার দিকে হাজীগঞ্জ-গৌরীপুর বিশ্বরোডের পাতানিশ আড়ং বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শরীফ হোসেন জানান, সকালে আড়ং বাজার সংলগ্ন হাজীগঞ্জ-গৌরীপুর বিশ্বরোডের পাশ দিয়ে লেয়াকত হাঁটছিলেন। এসময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের গাছের সাথে আটকে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় লেয়াকতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য খোরশেদ আলম সবুজ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ