মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সর্বোচ্চ বেকারত্ব
ইনকিলাব ডেস্ক : এবার বেকারত্ব বেড়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে ১০ বছরের মধ্যে বেকারত্ব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এপ্রিলে সেখানে বেকারত্বের হার ছিল শতকরা ৩.৮ ভাগ। তা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে শতকরা ৪.৫ ভাগে। ১০ বছরেরও বেশি সময়ের মধ্যে বেকারত্বের হার এত বৃদ্ধি পায়নি দেশটিতে। রয়টার্স।
হংকংয়ে আটক ৫৩
ইনকিলাব ডেস্ক : বিক্ষোভের বর্ষপ‚র্তি উপলক্ষে কয়েক হাজার নেতাকর্মী সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় মঙ্গলবার সন্ধ্যায় হংকংয়ে। চীনের নতুন নিরাপত্তা আইন চাপিয়ে দেয়ার প্রচেষ্টায় বিক্ষোভ আরো জোরদার হয়ে ওঠে। পুলিশ তাদের সরিয়ে দিতে পিপার স্প্রে ব্যবহার করে এবং ৫৩ জনকে আটক করে। আটক বিক্ষোভকারীদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছেন। -রয়টার্স, চায়না মর্নিং পোস্ট।
লকডাউন অমান্য
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের এই সময় লকডাউন অমান্য করায় সেনা, পুলিশ ও জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তবে কী কারণে এই শীর্ষ তিন কর্মকর্তাকে বরাখস্ত করা হয়েছে তা জানাননি তিনি। ওই তিন কর্মকর্তাকে ফেসবুকে এক ঘোষণার মাধ্যমে বরখাস্ত করেন পাশিনিয়ান। রয়টার্স।
নতুন সময়সূচি
ইনকিলাব ডেস্ক : কাতারে যেসব নির্মাণ শ্রমিক সূর্যের আলোয় খোলা জায়গায় কাজ করেন, তাদের দিয়ে সকালে একটানা ৫ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। অর্থাৎ ভোর ৬টায় কাজ শুরু হলে ৫ ঘণ্টা পর ১১টার মধ্যে সবাইকে বিরতি দিতে হবে। আর সকাল সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত সবাইকে বিরতি দিতে হবে। আগামী ১৫ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সবাইকে তা মানতে হবে। রয়টার্স।
প্রাণঘাতী দিন
ইনকিলাব ডেস্ক : কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভের মধ্যেই ৬০ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দিন দেখেছে শিকাগো। গত ৩১ মে ২৪ ঘণ্টার ভেতরে সেখানে নিহত হয়েছে ১৮ জন। ইউনিভার্সিটি অব শিকাগো ক্রাইম ল্যাবের তথ্য অনুসারে, মে মাসের শেষ সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে গুলিবিদ্ধ হয়েছেন ৮৫ জন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের। বেশিরভাগ নিহত কৃষ্ণাঙ্গ। বিবিসি।
খুলছে আইফেল টাওয়ার
ইনকিলাব ডেস্ক : তিন মাস বন্ধ থাকার পর প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার আগামী ২৫ জুন থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে। আইফেল টাওয়ার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মঙ্গলবার এক ঘোষণায় এমনটা জানিয়েছে। বিশ্বখ্যাত টাওয়ারটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনা পরিস্থিতিতে ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে বন্ধ থাকার ঘটনা ঘটল। রয়টার্স।
আদালতের নির্দেশে
ইনকিলাব ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও ওয়েবসাইটে করোনাভাইরাস সংক্রমণের বিস্তারিত তথ্য প্রকাশ করল ব্রাজিলের সরকার। তিনটি রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন দেশটির সর্বোচ্চ আদালতের বিচারক অ্যালেক্সান্দ্রে ডি মোরাইস। এর পরপরই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য ফিরিয়ে আনে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে, গত সপ্তাহে শুধু দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রকাশের ঘোষণা দিয়েছিল ব্রাজিলের স্বাস্থ্য
কর্তৃপক্ষ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।