Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সন্তানের পা বিচ্ছিন্ন

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১২:০২ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পারাপারের সময় ট্রেনের নীচে কাটা পড়ে উজালা রানী দাশ নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার তিন বছরের শিশুর বাম পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গত মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি মো. আলমগীর হেসেন জানান, অসাবধানতাবশত ও তড়িঘড়ি করে উজালা রানী দাশ কোলে করে তার ৩ বছরের শিশু সন্তানকে নিয়ে ট্রেন লাইন পারাপারের সময় রেল লাইনের ভেতর পড়ে যান। এ সময় সিলেট থেকে চট্টগ্রাম গামী আন্তঃনগর পাহারিকা এক্সপ্রেস ট্রেন আসলে এর নীচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দ্বিখÐিত হয়ে যায় শিশুর বাম পা। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়। তার বাড়ি মৌলভীবাজার জেলার রজনগর উপজেলার বড়গাঁও এলাকায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ