Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋণের চাপে দিনমজুর ও গৃহবধূর আত্মহত্যা

নওগাঁ জেলা ও আড়াইহাজার (না.গঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১২:০০ এএম

নওগাঁর রাণীনগরে ব্র্যাকের ঋণের কিস্তির চাপে গ্যাস ট্যাবলেট খেয়ে জীবন দিলো ছাইদুল ইসলাম (৫০) নামে এক দিনমজুর। ছাইদুল ইসলাম উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়িয়া গ্রামের মৃত-আয়েত আলী শেখের ছেলে। গত রোববার রাতে গ্যাস ট্যাবলেট খেয়ে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মৃত্যুবরণ করেন।

ছাইদুল ইসলামের ভাই রহিদুল ইসলাম জানান, ব্র্যাক থেকে ছাইদুল এক লাখ টাকা ঋণ নিয়ে ছিলেন। প্রতি মাসে সেই ঋণের কিস্তি পরিশোধ করার কথা ছিলো। করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশ লকডাউন থাকায় তাকে কয়েক মাস কিস্তি দিতে হয়নি। কিন্তু গত শনিবার এনজিও কর্মীরা এসে ছাইদুলকে রোববারে কিস্তি দেয়ার জন্য চাপ দিয়ে যায়। ওই রাতেই ছাইদুল গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে প্রথমে উপজেলা, পরে জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার আরো অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় কারো বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

এদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবার চালাতে গিয়ে হিমশিমের পাশাপাশি ঋণ ও এনজিও’র কিস্তি পরিশোধের চাপে আত্মহত্যা করেছেন তিন সন্তানের মা নিপা আক্তার (৩১)। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রাদী গ্রামের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। নিপা স্থানীয় ওয়াদ আলীর স্ত্রী, তার বাবার বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নে।

গত ৫ বছর আগে তার স্বামী জীবিকার তাগিদে মালয়শিয়া চলে যায়। বর্তমানে সেখানে লকডাউন থাকায় গ্রাম থেকে বিদেশে অর্থ পাঠাতে হতো। পাশাপাশি পরিবারের খরচ, ঋণ এবং এনজিও’র কিস্তি পরিশোধ করতে হতো। গত কয়েকমাস ধরে কিস্তি ও ঋণের টাকা পরিশোধ করতে না পারায় চাপে পড়েন নিপা। সেই চাপ সামলাতে না পেরে তিন সন্তাদের জননী নিপা আত্মহত্যা করেন।
গোপালদী পুলিশ ফাঁড়ির এসআই মোক্তার হোসেন জানান, ঋণের চাপে ও কিস্তি পরিশোধ করতে না পারার পরিবারের খরচ চালাতে হিমশিম খেয়ে আত্মহত্যার পথ সে বেছে নিয়েছেন বলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ