Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০১ এএম

আব্বাসি আক্রান্ত 

ইনকিলাব ডেস্ক : পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পিএমএল-এন এর মুখপাত্র মরিয়ম আরঙ্গজেব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদ খাকান আব্বাসি করোনা পজিটিভ এবং নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন। ডন।


কিউবায় নিয়ন্ত্রণে
ইনকিলাব ডেস্ক : কিউবায় করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। দেশটিতে টানা আট দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়ায় তিনি এ ঘোষণা দেন। এর ফলে দেশটিতে লকডাউন ধীরে ধীরে তুলে নিতে আগামী সপ্তাহে ঘোষণা দেয়ার সুযোগ তৈরি হলো। কিউবার এক কোটি ১২ লাখ লোকের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ২শ জন করোনায় আক্রান্ত হয়েছে। রয়টার্স।


পঙ্গপাল শ্রীলঙ্কায়
ইনকিলাব ডেস্ক : পাকিস্তান-ভারতের পর এবার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় হানা দিয়েছে ফসলের জম হিসেবে খ্যাত পঙ্গপাল। হলুদ দাগযুক্ত এক ধরনের স্থানীয় ফড়িংয়ের উপস্থিতির কথা জানিয়েছে লঙ্কান কর্তৃপক্ষ। ক্ষতিকর এই পতঙ্গ দেশটির অন্তত চারটি জেলায় ক্ষতির মুখে পড়েছে ফসল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুকূল আবহাওয়া ও অন্যান্য কারণে স্থানীয় পঙ্গপালের প্রজনন ঘটছে খুব দ্রুত। এতে বিপুল পরিমাণ শস্যের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিবিসি।


১০ হেলিকপ্টার
ইনকিলাব ডেস্ক : নিজেদের তৈরি উচ্চ ক্ষমতাসম্পন্ন ১০টি হেলিকপ্টারকে ইরানের সামরিক বাহিনীতে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে নিজেদের সামরিক শিল্প কারখানায় এই হেলিকপ্টারগুলো তৈরি করে দেশটি। হেলিকপ্টারগুলোর ওপর পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করার পরেই উন্মুক্তের জন্য রোববার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইরনা।


ভবন ভেঙে নিহত ১
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের করাচিতে রোববার রাতে পাঁচতলা একটি আবাসিক ভবন ভেঙে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ এবং গুরুতর আহতাবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করাচির ল্যারি শহরের লিয়াকত কলোনিতে ওই ভবনধসের ঘটনা ঘটে। এখন অনেক মানুষ ভেঙে পড়া ভবনটিতে আটকা পড়ে আছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ