মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ কোরিয়ায়
ইনকিলাব ডেস্ক : কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের রোববারের তথ্য মতে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১১ হাজার ৭৭৬ জন। ১ জুনের পর নতুন করে আর কেউ মারা যাননি, মোট মৃত্যু ২৭৩ জন। আরও ৫৭ জন শনাক্ত হয়েছে। টানা দ্বিতীয় দিন আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়ালো। অধিকাংশ রোগীই ঘনবসতিপূর্ণ সিউল মেট্রোপলিটন এলাকার। এপি।
স্বর্ণের দাম হ্রাস
ইনকিলাব ডেস্ক : করোনা পরিস্থিতিতে বিশ্ববাজারে সোনার দাম হ্রাস পেয়ে দুই মাসে সর্বনিম্ন হয়। এর মধ্য দিয়ে গত এক সপ্তাহে মূল্যবান এ ধাতুর দাম কমেছে ৪ শতাংশ। যুক্তরাষ্ট্র বা বিশ্ব অর্থনীতি সাধারণত মন্দার দিকে গেলে সোনার দাম বাড়তে থাকে। কারণ তখন বিনিয়োগকারীরা নিরাপদ হিসেবে সোনা ক্রয় করে মজুদ করে রাখার জন্য। আর অর্থনীতি চাঙ্গা হলে সোনার দাম কমে। ওয়েবসাইট।
সহায়তার প্রস্তাব
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার নারিলস্ক শহরঘেঁষা নদীতে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার পরিস্থিতি সামাল দিতে দেশটিকে সহায়তা করার প্রস্তাব দিয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্র। এক টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও লিখেছেন- “রাশিয়ার নারিলস্কে তেল ছড়িয়ে পড়ার ব্যাপারটি খুবই দুঃখজনক।” “আমাদের মধ্যে মতবিরোধ থাকা সত্তে¡ও পরিবেশগত এই দুর্যোগ নিরসনে রাশিয়াকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে।”এএফপি।
মুছে ফেলেছে ব্রাজিল
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়া হয়েছে করোনাভাইরাসে মোট আক্রান্ত ও অঞ্চলভিত্তিক সংক্রমণের বিস্তারিত তথ্য।, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এখন থেকে শুধু দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাই প্রকাশ করা হবে। আর কোনও বিস্তারিত তথ্য দেওয়া হবে না। সরকারি হিসাব অনুযায়ীই করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের অবস্থান বিশ্বের দ্বিতীয় এবং মৃত্যুর হিসাবে তৃতীয়। বিবিসি।
সতর্কতা চীনের
ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়া ভ্রমণে নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে চীন। জারি করা ওই সতর্কতায় অস্ট্রেলিয়ায় চীনা ও এশীয়দের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগ আনা হয়েছে। তবে চীনের অভিযোগ নাকচ করে দিয়েছে ক্যানবেরা। চীনা সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয়ে নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। সিএনএন।
কানাডার ইতিহাসে সর্বোচ্চ
ইনকিলাব ডেস্ক : বিশ্বের মতো কানাডাতেও বেকারত্ব বাড়িয়ে দিয়েছে করোনা। বর্তমানে কানাডায় গত ৩৮ বছরের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কানাডায় বর্তমানে বেকারত্বের হার ১৩.৭ শতাংশ। এর আগে ১৯৮২ সালের ডিসেম্বর মাসে এই হার ছিল সর্বোচ্চ ১৩.১ শতাংশ। গত মে মাসে নতুন ২ লাখ ৪৯ হাজার ৬০০ চাকরি যোগ হওয়ায় এবং লকডাউন কিছুটা শিথিল করায় বেকারত্বের হার নিম্নমুখী হতে শুরু করেছে। গ্লােবাল নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।