Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লালপুরে সিএনজির ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ৯:৫৭ এএম

নাটোরের লালপুর উপজেলার লালপুর-বাঘা মহাসড়কে সিএনজির সামনা সামনি ধাক্কায় জামির আলী (৭০) নামের একজন বাইসাইকেল চালক নিহত হয়েছে। নিহত জামির উপজেলার উধনপাড়া এলাকার বাগাতবাড়ি গ্রামের মৃত ফয়েন মন্ডলের ছেলে।
শনিবার (০৬জুন) রাত সাড়ে ৮টার দিকে লালপুর- বাঘা মহাসড়কের হাজির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার রাত ৮ টার দিকে আম বাগান পাহারা দেওয়ার জন্য বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় জামির আলী। লালপুর-বাঘা সড়কের হাজির মোড় নামক স্থানে পৌঁছাইলে লালপুর থেকে ছেড়ে আশা সবুজ রংয়ের সিএনজি সামনা সামনি ধাক্কা দিলে গুরত্বর জখম হয় জামির।পরে স্থানীয়রা এসে গুরুত্বর আহত অবস্থায় জামির কে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ