Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ১২:০০ এএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গতকাল শনিবার সকালে হৃদয় (১৬) নামে এক স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। হৃদয় উপজেলার জুঙগুরদী গ্রামের মজিবর শেখের ছেলে
সরেজমিনে জানা যায়, গতকাল সকালে বাজার করার উদ্দেশ্যে হৃদয় বাড়ি থেকে নগরকান্দা বাজারে যায়, বাজার করে বাড়ি ফেরার পথে নগরকান্দা বেইলিব্রিজের কাছে পৌছালে উৎপেতে থাকা সন্ত্রাসী উপজেলার ছাগলদী গ্রামের বক্কারের ছেলে আসিফ (২০) ও ভাড়া করা সন্ত্রাসী বক্কারের শ্যালক গোপালগঞ্জের আবদুল্লাহ (২৫) হৃদয়কে অস্ত্রের ভয় দেখিয়ে গরুরহাটে নিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
এলাকাবাসী হৃদয়কে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লোকজন ঘটনা স্থলে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনায় হৃদয়ের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাতুড়ি

২৭ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ